Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লতাচাপলী

 

 

কালের স্বাক্ষী বহন কারী বঙ্গোপ সাগরের তীরে গড়ে  উঠা কলাপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো লতাচাপলী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ লতাচাপলী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা,পযটন শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ২৪.৩৫(বর্গকিঃমিঃ)

গ) লোক সংখ্যা– ২৫২৪১ জন (প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা– ২৭টি।

ঙ) মৌজার সংখ্যা– ১টি।

চ) হাট/বাজার সংখ্যা-২টি।

ছ) উপজেলাসদর থেকে যোগাযোগ মাধ্যম– বাস, মটর সাইকেল ও নদী পথে লঞ্চ , ইঞ্জিন চালিত নৌকা।

জ) শিক্ষারহার– ৪০%। (২০০১ এর শিক্ষাজরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৪টি,     

    মাধ্যমিক বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ০২টি।

   কলেজ- ০১ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– মোঃ আনছার উদ্দিন মোল্লা

ঞ) গুরুত্ব র্পূণ ধর্মীয়স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– কুয়াকাটা সমুদ্র সৈকত ও মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার।